শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাতটা পাঁচ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। রাষ্টপতি প্রথমে বেদিতে ফুল দেন, তারপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।   

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন তার সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পরাজয় বুঝতে পেরে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী। বাঙালি জাতি স্বাধীনতা পেলেও আর কখনো যেন মাথা উঁচু করে দাঁড়তে না পারে সেজন্য বিজয়ের মাত্র দুই দিন আগে জাতির কৃতী সন্তানদের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীদের হত্যা করা হয়। চূড়ান্ত পরাজয়ের মাত্র দুই দিন আগে ব্যাপক নিধনযজ্ঞ চালায় হানাদার ও রাজাকাররা। মিরপুর, রাজাবাজার ও মোহাম্মদপুর এলাকায় নিয়ে গিয়ে দেশের সেরা বুদ্ধিজীবীদের হত্যা করে গণকবর দেওয়া হয়। সূত্র: বিএসএস।