বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডে বর্ণিল কুচকাওয়াজ

ফ্লাইং স্যালুট দিচ্ছে রাষ্ট্রপতিকে মিগ টুয়েন্টি নাইন, ছবি: বিটিভি

বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শনিবার সকাল থেকেই কুচকাওয়াজ ও বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন বাহিনীর প্রদর্শনী দেখেন। এর আগে রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন । পরে বেলা ১টার দিকে এ আয়োজন শেষ হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ও নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পতাকাবাহী দলের কুচকাওয়াজ হয়। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রবেশ করেন। এরপর একে একে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আসেন প্যারেড গ্রাউন্ডে। রাষ্ট্রপতি সালাম গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পদাতিক বহরের কুচকাওয়াজ, অশ্বারোহী দলের অভিবাহন, র‌্যাব ও নেভাল বাহিনীর প্রদর্শন, বিমান বাহিনীর ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টা ৫১ মিনিটে রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ড ছাড়েন। তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও তিন বাহিনীর প্রধান।

প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ছবি: বিটিভি

কুচকাওয়াজে আকর্ষণীয় অংশ বিমান বাহিনীর প্রদর্শনী। বিমানের স্লো স্পিড হ্যান্ডেলিং থেকে শুরু করে ৩০ বা ৭০ কিলোমিটার দূর থেকে শত্রুকে চিহ্নিত করে কিভাবে কোন বিমান আক্রমণ করতে সক্ষম।

প্যারেড উপলক্ষে গ্রাউন্ড এলাকা সাজানো হয়েছিল লাল সবুজে। বিলবোর্ড ফেস্টুন সাজানো হয়েছে লাল সবুজে। তবে মাঠে লাল-সবুজের সজ্জা অন্যরকম আবহ তৈরি করেছিল। অনুষ্ঠানে জাতীয় পতাকাবাহী দল সম্মুখ দিয়ে যাওয়ার সময় সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।