যুক্তরাজ্যে বাংলাদেশি কিশোরকে পিটিয়েছে পাকিস্তানিরা

পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ কিশোরীর সঙ্গে প্রেমের জেরে যুক্তরাজ্যে বাঙালি এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করেছে ওই প্রেমিকার পরিবার। যুক্তরাজ্যের লিংকনশায়ারে এ ঘটনা ঘটে। প্রেমিকার চাচা ও ভাইয়েরা মিলে পেটানোর পর ধারালো অস্ত্র দিয়েও ব্রিটিশ-বাংলাদেশি ওই কিশোরকে আঘাত করা হয়।

বাংলাদেশি কিশোরকে পেটানোর দায়ে অভিযুক্তরা পাকিস্তানিরাগতকাল এমআইবি ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদনে, ১৬ বছর বয়সী ওই কিশোরের নাম প্রকাশ না করা হলেও ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ পায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেয়ের প্রেমিক বাংলাদেশি বংশোদ্ভূত এটা জানার পর থেকেই মেয়েটির বাবা, ভাই ও ছেলেদের ওই প্রেমিককে ‘শায়েস্তা’ করার নির্দেশ দেন। ঘটনার দিন ছেলেটিকে একা পেয়ে প্রথমে তার মোবাইল ফোন কেড়ে নেন মেয়েটির চাচা ও ভাইয়েরা।

এরপর মোবাইলে মেয়েটির সঙ্গে ছেলের যুগল ছবি দেখে বাকবিতণ্ডার একপর্যায়ে বেধড়ক পেটাতে থাকে তারা। পরে ‘আমাদের রক্ত নষ্ট করো না, নিজের দেশি খুজেঁ নাও’ এমন হুমকি দিয়ে ছেলেটিকে ফেলে রেখে যায় তারা। আহত অবস্থায় ওই বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে যুক্তরাজ্যের প্রেস্টন কোর্টে এ নিয়ে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে প্রেমিকার ভাই কাজিম বেগ (২৯), চাচাতো ভাই সাকিব মির্জা বেগ (২৯), চাচা গজনফর মির্জার (৩৯) বিরুদ্ধে অভিযোগ শুনেছেন। অভিযুক্তরা দায় স্বীকার করেছেন। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী সপ্তাহে এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা।

প্রতিবেদনে ‘অনার কিলিং’য়ের ঘৃণ্য বর্বরতা পাকিস্তানিদের হাত ধরে ব্রিটেনেও ছড়াচ্ছে বলে মন্তব্য করা হয়। পারিবারিক সম্মানের কথা ভেবে অভিযুক্তরা কিশোরকে পিটিয়ে আহত করেছে বলেও আদালতে স্বীকার করেছে।