সিএনজি ধর্মঘট প্রতিহতের ঘোষণা

সিএনজি অটোরিকশারাজধানীতে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘট প্রতিহতের ঘোষণা দিয়েছে সিএনজি-অটোরিকশা শ্রমিকদের সংগঠন ‘ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ’।

শুক্রবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত ধর্মঘট বিরোধী এক বিক্ষোভ মিছিলে এ কথা জানানো হয়।

সভায় সংগঠনটির নেতারা বলেন, ‘তথাকথিত ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর যে ধর্মঘটের ডাক দিয়েছে তা শ্রম আইন পরিপন্থী। আমরা এই বেআইনি ধর্মঘট প্রতিহত করবো। চালকরা সেদিন স্বতুঃস্ফূর্তভাবে সিএনজি-অটোরিকশা চালাবে। যারা ধর্মঘট আহ্বান করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে তারা খন্দকার মোস্তাক আহম্মেদের প্রেতাত্মা।

পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হানিফ খোকনের নেতৃত্বে  মিছিল খিলগাঁও ক্লাব মোড় (নতুন রাস্তা) থেকে শুরু হয়ে খিলগাঁও রেলগেট, তিলপাপাড়া হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-আহ্বায়ক শেখ জাকির হোসেন, সদস্য রমজান আলী ভুট্টু,সুমন প্রমুখ।