আমদানি করা মাছে সিসা, পরীক্ষা ছাড়া খালাস না করতে কাস্টমসকে চিঠি

চট্টগ্রাম বন্দর দিয়ে ইলিশের মতো দেখতে মাছ আমদানি করা হচ্ছে। ‘কলম্বো স্বাদ’ এবং ‘গিজারড স্বাদ’ নামের ওই মাছ দেশে আমদানি করছেন ব্যবসায়ীরা। এই মাছ দেখতে একদম ইলিশ মাছের মতো এবং স্বাদও প্রায় একই। তবে সম্প্রতি এই মাছের ল্যাবরেটরি টেস্টে পাওয়া গেছে লেড বা সিসা, যার পরিমাণ অনেক। তাই পরীক্ষা ছাড়া এই মাছ চট্টগ্রাম বন্দর থেকে খালাস না করতে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চিঠি ও আমদানি করা মাছনিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য এবং যুগ্ম সচিব মাহবুব কবির মিলন এর সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘জি ঠিকই শুনেছেন। আমরা চিঠি দিয়েছি চট্টগ্রাম কাস্টমস হাউজকে। এই মাছে ধাতুর পরিমাণ অতিরিক্ত। তাই ল্যাব টেস্ট ছাড়া যেন এই মাছ খালাস করা না হয়।’

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা চিঠি দিয়েছি। একে একে আরও পণ্য পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া গেলে তার জন্যও চিঠি দেওয়া হবে।’