‘ভ্রাম্যমাণ আদালতের সাজা দেখলে আমার নিজেরই ভয় লাগে’

দায়িত্বরত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) সাজা দেখলে নিজেরই ভয় লাগে বলে মন্তব্য করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। তিনি বলেন, ‘পুলিশ থাকতে পারবে না, কিন্তু জেল জরিমানা দিয়ে দেবেন। সাধারণ মানুষের কথা কী বলবো, আমার নিজেরই তো ভয় লাগে। বিনা কারণে কোনও নাগরিককে একদিনও জেলে রাখা সংবিধান সমর্থন করে না।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১৪টি ধারা ও উপ-ধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি) শুনানিকালে বুধবার তিনি এসব কথা বলেন।

আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন আমীর-উল-ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া শুনানির সময় আরও উপস্থিত ছিলেন, রিটকারী আইনজীবী ব্যারিস্টার হাসান এমএস আজিম।

প্রসঙ্গত, গত বছরের ১১ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনে ১৪টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে এ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করা হয়। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি শুরু হলো।

 আরও পড়ুন:
শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৪ (ভিডিও)