‘সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে' লেখা দেখে উচ্ছ্বসিত আবদুল ওয়াহহাব মিঞা

সুপ্রিম কোর্টনিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেটের বিভিন্ন বিধি ও উপবিধিতে ‘সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে’ লেখা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। বুধবার (৩ জানুয়ারি) গেজেট নিয়ে শুনানিকালে পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এ সময় তিনি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, “দেখেছেন প্রত্যেকটি জায়গায় 'সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে' কথাটা লেখা আছে। অথচ বাইরে বলছে সব গেলো সব গেলো।”

আদালতে গেজেটের ওপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে গেজেটের ওপর শুনানি করতে বলেন দায়িত্বরত প্রধান বিচারপতি। এরপর অ্যাটর্নি জেনারেল বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেটের ২, ৩, ৪, ৭, ১১, ১৪, ১৫, ১৮, ২২, ২৩, ২৫ ও ২৯ সহ বেশ কিছু বিধি-উপবিধি পড়ে শোনান। এসব বিধির যেসব জায়গায় ‘সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে’ শব্দটি লেখা, সেসব জায়গার কথা উল্লেখ করে দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ‘প্রেসে অনেক কিছু যাচ্ছে। গেজেটে আমাদের সুপ্রিমেসি নেই বলা হচ্ছে। উল্টা পাল্টা লেখা হচ্ছে। কোথায় আমাদের সুপ্রিমেসি নষ্ট হচ্ছে?’

দায়িত্বরত প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের শুনানি চলাকালে আরও বলেন, “গেজেট সব বিধিতে ‘সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে’ বলা হচ্ছে। আমরা সবাই বসে এটা ঠিক করেছি। সব দিয়ে দিচ্ছি, আমরা কি এতই বোকা! আমরা কি শিক্ষানবীশ? আমরা সবাই সিনিয়র জাজেস।’

এরপর অ্যাটর্নি জেনারেল গেজেটের ওপর তার শুনানি শেষ করেন। পরে আপিল বিভাগ গেজেটটি গ্রহণ করেন এবং এ মামলাটি নিষ্পত্তি করেন।

আরও পড়ুন- বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণ করেছেন আপিল বিভাগ