তিনি বলেন, ‘২০১২ সালে যেই কারিকুলাম সাজানো হয়েছিল, সেভাবেই আমরা চালিয়ে আসছি। এইটা রাতারাতি পরিবর্তন হয়নি। যেই কাঠামো আছে সেইটুকু করেছি। আগের বইগুলো কিন্তু খুব একটা খারাপ ছিল না। তবে বইয়ে তাড়াহুড়ো করে কাজ করার ছাপ আছে।’
ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘‘আমাদের কাছে জাফর ইকবাল স্যারের নির্দেশনা ছিল— একটা ছাত্র যেন বইটি তার বাসায় পড়েই বুঝতে পারে, তার যেন অন্য কোথাও যেতে না হয়। তিনি (জাফর ইকবাল) আমাদের সেভাবেই লিখতে বলেছেন। তিনি বলেছিলেন, ‘যদি যেতে হয়, তাহলে আপনারা মনে করবেন আপনারা ঠিকমত লিখতে পারেননি।’’
সাংবাদিক মুন্নি সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন উদ্দীপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী নাসরিন, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।