এবার আমরণ অনশনের ঘোষণা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের

 

অষ্টম দিনের মতো অবস্থান ধর্মঘটে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরদাবি আদায় না হলে মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার  শিক্ষকরা। সোমবার ( ৮ জানুয়ারি ) সকালে আমরণ অনশনে যাওয়ার এ ঘোষণা দেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

সংগঠনের মহাসচিব কাজী মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে  বলেন, ‘২০১৭ সালের ১০ নভেম্বর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।  পড়ে ৩১ ডিসেম্বর জাতীয়করণের ঘোষণার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর পর্যন্ত জাতীয়করণের সিদ্ধান্ত না নেওয়ায়  ১ জানুয়ারি থেকে আমরা অবস্থান ধর্মঘট পালন করে আসছি। সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আমরা মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাবো।’

অষ্টম দিনের মতো অবস্থান ধর্মঘটে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরএর আগে প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এ সময় অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইবতেদায়ী মাদ্রাসার সব কার্যক্রম প্রাথমিক বিদ্যালয়ের মতো। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন ভাতা পেলেও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তেমন কিছুই পান না। ফলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অমানবিকতার শিকার। তারা দ্রুত এই অবস্থার পরিবর্তন চান শিক্ষকরা।  

আরও পড়ুন:
অর্ধ শতকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬