শীতের কষ্টে মারা যাওয়ার কোনও তথ্য নেই: ত্রাণমন্ত্রী

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ত্রাণমন্ত্রী মায়াশীতে কষ্ট পেয়ে বা কম্বল বিহীন অবস্থায় মারা যাওয়ার তথ্য জানা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘সংবাদ মাধ্যমে শীতে মৃত্যুবরণ করার যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ঠিক নয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে আলাপ করে জেনেছি, একজন ছাত্রী ট্রমা রোগে আক্রান্ত অবস্থায় মারা গেছে। বাকিরা মারা গেছেন, বার্ধক্যজনিত কারণে। যাদের বয়স ৮০ বছরের বেশি।’

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ত্রাণমন্ত্রীত্রাণমন্ত্রী বলেন, ‘শীতে যেন একজন মানুষও মারা না যান সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র ও কম্বল শীতপ্রবণ এলাকায় পাঠানো হয়েছে। ২০টি জেলায় কম্বল ও শুকনো খাবার পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ওইসব অঞ্চলে সরকারের এসব কাজ পর্যবেক্ষণ করছেন। তারা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছেছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত সোমবার পর্যন্ত ২৮ লাখ কম্বল ও ৮০ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। প্রতি প্যাকেটে এক হাজার দুইশ টাকার শুকনো খাবার আছে।’

আরও পড়ুন:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৪.৮