কাকরাইলে কঠোর নিরাপত্তা, প্রেসক্লাবে অবস্থান নেওয়ার চেষ্টা সা’দ বিরোধীদের

কাকরাইল মসজিদের পাশে পুলিশের পাহারা
বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসা দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভি বর্তমানে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান করছেন। তাকে নিরাপত্তা দিতে মসজিদ ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে, সা’দ বিরোধীরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পুলিশ তাদের বায়তুল মোকাররম মসজিদের দিকে ঠেলে দিয়েছে।    

শাহরিয়ায় মাহমুদ নামে সা’দ বিরোধী এক তাবলিগকর্মী বলেন, ‘মাওলানা সা’দ ঢাকা ত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। তাবলিগের কর্মীরা প্রেসক্লাবে যাওয়ার চেষ্টা করছেন। এখানেই আমরা অবস্থান নেবো।’

রমনা জোনের ডিসি মারুফ হোসেন জোয়ার্দার বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাবলিগকর্মীরা প্রেসক্লাবে প্রবেশের চেষ্টা করে। তবে পুলিশ তাদের বাধা দেয় এবং বায়তুল মোকাররম মসজিদের ভেতর ঠেলে দেয়। তারা এখন সেখানেই অবস্থান করছে। তিনি বলেন, 'তাবলিগকর্মীরা জড়ো হলে প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সমস্যা হবে। তাই তাদের প্রতিহত করা হয়েছে।'কাকরাইল মসজিদে পুলিশের পাহারা

রমনা থানার ওসি কাজী মাইনুল জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনও ধরনের ঝামেলা নেই। পুলিশ সদস্যরা প্রেসক্লাব, কাকরাইলসহ আশপাশের এলাকায় সতর্কতার সঙ্গে অবস্থান করছেন। 

এদিকে বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দের অংশগ্রহণ ঠেকাতে কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুছ। বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছিলেন, ‘মাওলানা সা’দকে কোনও অবস্থাতেই ইজতেমা মাঠে যেতে দেওয়া হবে না। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা ইজতেমা মাঠের মঞ্চ পাহারা দেবে। দুই হাজার ছাত্র কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেবে এবং চার হাজার ইজতেমা মাঠে যাবে।’ 

আরও পড়ুন- সা’দকে ঠেকাতে পাহারা বসাবে বেফাক, সরকারের মধ্যস্থতা চায় তাবলিগের একাংশ