মানুষ পুড়িয়ে হত্যাকারীরা জনগণের মঙ্গল চায় না: নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ফাইল ছবিনৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে, তারা জনগণের মঙ্গল চায় না।

মন্ত্রী বলেন, ‘কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা হতেই পারে। তিনি যেই হোন না কেন, তাকে আইনের আওতায় আসতেই হবে। তেমনি খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা হয়েছে। যথাসময়ে আদালতের রায় হবে, সেটা সবাইকে মানতে হবে।’

শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে দুস্থদের আর্থিক অনুদানের চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে শাজাহান খান বলেন, ‘ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, যেখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীসহ অনেকের সাজা হয়েছে। সেই দেশগুলোর কেউ তো বিচার নিয়ে বিক্ষোভ কিংবা জ্বালাও-পোড়াও করেনি।’

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিচার কাজ চলাকালেই তার দলের নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও শুরু করে। এটা কোনও গণতন্ত্র হতে পারে না।

অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কালু খান প্রমুখ। খবর বাসস।