পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: পর্যটনমন্ত্রী

পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এটিজেএফবির নেতারা সময়ের সঙ্গে এভিয়েশন ও পর্যটনশিল্পের গুরুত্ব বেড়েই চলেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘এ গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরে জনমত গঠন ও সরকারের উচ্চ পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (এটিজেএফবি) নেতারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। 

এভিয়েশন ও পর্যটন সেক্টরে সরকারের অর্জনসমূহ তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সরকারের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এবং সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে। তাই দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।’ তিনি সম্ভাবনাময় পর্যটন স্থান ও স্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এটিজেএফবির নেতারা তাদের সংগঠনের কার্যক্রম মন্ত্রীকে অবহিত করেন। এ সময় সংগঠনের সভাপতি নাদিরা কিরন ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।