রায়ের কপি হাতে পেলেই পরবর্তী করণীয় ঠিক করবে ইসি

নির্বাচন কমিশননির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিতের বিষয়ে আদালতের আদেশ হাতে পেলে করণীয় ঠিক করবে নির্বাচন কমিশন।’ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘আমরা এখনও আদালতের আদেশের কপি হাতে পাইনি। গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি হাইকোর্ট ঢাকা উত্তর সিটি করপোশেনের উপ-নির্বাচন স্থগিত করেছেন। রায়ের কপি পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
আইনে কোনও ঘাটতি ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আইনের কোনও ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়নি। সব প্রস্তুতি নিয়েই আমরা তফসিল ঘোষণা করেছিলাম। কমিশনের কাজ নির্বাচন করা। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের এ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনুরোধ করা হয়েছিল। এ কারণেই আমরা তফসিল ঘোষণা করেছি। আইনি দিকগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি। কোনও বাধা থাকার কথা নয়।’
আপিল করবেন কিনা- এরকম প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ‘আদালতের কপি আজ হাতে পেলে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।’ আজ (বুধবার) বিকালের মধ্যে কমিশন রায়ের কপি হাতে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় ডিএনসিসি উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ‘মামলার বাদী ১৫ জানুয়ারি আমাদের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছিলেন। ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছিলেন। ওই তালিকায় তার নামও রয়েছে।’