প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ : স্বাস্থ্যমন্ত্রী

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ হিসেবে থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আজ বুধবার হোটেল সোনারগাঁওয়ে প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রণব মুখার্জি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বন্ধুপ্রতীম ব্যক্তিত্ব, আমাদের অকৃত্রিম সুহৃদ হয়ে থাকবেন। তিনি সবসময় আমাদের শুভকামনা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের সব দুর্যোগে বাংলাদেশের প্রয়োজনে এগিয়ে এসেছেন। তিনি ভারতের প্রবাদ প্রতীম ব্যক্তিত্ব। প্রণব মুখার্জি সেখানকার রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন। তিনি আমাদের বাঙালিদের মধ্যে একজন সূর্য সন্তান।
স্বাস্থমন্ত্রী বলেন, আমি আর আমার স্ত্রী তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছি। তিনি বাংলাদেশে এসেছেন। এখানে চারদিন থাকবেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালে এদেশ সফর করেছেন। এখন আবার এসেছেন। তখন তাকে আমরা যে সম্মান ও মর্যাদা দিয়েছি আজও তিনি সেই সম্মান পাচ্ছেন।