কিভাবে পাঁচটি দিন কেটে গেলো নিজেও জানি না: প্রণব

বিমানে ওঠার আগে প্রণব মুখার্জি (ছবি: টিভি থেকে নেওয়া)ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচ দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা ছেড়ে যান। তবে বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি জানান, ‘বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। কিভাবে পাঁচটি দিন কেটে গেলো তা আমি নিজেও জানি না।’ ভারতের বর্ষীয়ান এই রাজনীতিবিদ বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

ঢাকা সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে গত ১৪ জানয়ারি রবিবার ঢাকায় আসেন প্রণব মুখার্জি। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রি গ্রহণ করেন এবং বক্তব্য দেন। চট্টগ্রামে মাস্টার দা সূর্যসেনের জন্মভিটা পরিদর্শন করেন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন- প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ: স্বাস্থ্যমন্ত্রী