১ হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ ইফার

দিনি শিক্ষার প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্রায় ১ হাজার ১০টি দারুল আরকাম এবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সোমবার দুপুরে (২২ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে এক মতবিনিময় সভায় ইফার মহাপরিচালক শামীম মোহাম্মাদ আফজাল এ তথ্য জানান।

ইসলামিক ফাউন্ডেশনশামীম মোহাম্মাদ আফজাল বলেন, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দিনি শিক্ষা ও দিনি দাওয়াতের ভূমিকা অপরিসীম। এই মাদ্রাসাগুলো সারা দেশব্যাপী দিনি শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সঠিক ইসলামের দর্শন জাতির সামনে তুলে ধরতে হবে।’

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সব উপজেলায় ৫৬০টি মডেল মসজিদও নির্মাণ করা হবে বলেও জানান তিনি।