স্বাধীন দেশের আকাশে প্রথম যা বলেছিলেন বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯৭২ সালের ১০ জানুয়ারি কারাবন্দি থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন হয়ে দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুকে বহনকারী  ব্রিটিশ রয়েল এয়ার ফোর্সের প্লেনটি যখন ঢাকার আকাশে, তখন নিচে  লাখ লাখ মানুষ দেখা যাচ্ছে। তা দেখে বঙ্গবন্ধু মাথায় হাত দিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তার সেদিনের সফরসঙ্গী ড. কামাল হোসেন বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কী ভাবছেন?’ বঙ্গবন্ধু তখন বললেন, ‘দেখো! কেউ কি ভাবতে পেরেছিল যে,  ৯ মাসে পুরোজাতি যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করবে? করেছে, অসম্ভবকে সম্ভব করেছে। তবে সেটা হলো জনগণের ঐক্যের ফসল। এই ঐক্যকে ধরে রাখতে হবে। ঐক্যকে ধরে রাখতে না পারলে, স্বাধীনতা রক্ষা করা যাবে না ।’

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের উদ্দেশে না বলা একথাগুলো এই প্রথমবারের মতো  তুলে ধরেন সংবিধান প্রণেতা ড.. কামাল হোসেন। তিনি আরও বলেন, ‘এই কথাগুলো রেকর্ড করে রাখতে হবে। এগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের কথা। ’ 

আরও পড়ুন:


১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী