বরগুনায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জলদস্যু নিহত

দস্যুবরগুনার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পাথরঘাটার মাঝের চরের গহীন বনাঞ্চলে মুন্না বাহিনীর সঙ্গে র‍্যাব-৮ এর বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাও রয়েছে।  আজ বুধবার (২৪ জানুয়ারি) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া বিষয়ক পরিচালক মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদা ওরফে মিজান উদ্দীন প্যাদা, লিটন খন্দকার এবং সাগর খান।

আমাদের বরগুনা প্রতিনিধি এ বিষয়ে বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিবের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, সুন্দরবনের জলদস্যু মুন্না বাহিনীর সঙ্গে র‌্যাবের একটি টিমের বন্দুকযুদ্ধে বাহিনীর প্রধানসহ তিন জন নিহত হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের পাথরঘাটার পদ্মা এলাকায় নিয়ে আসার খবর শুনেছি।

র‌্যাব-৮ পটুয়াখালী ও বরগুনার কোম্পানি কমান্ডার মো. সুরাত আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘জলদস্যু দমনের জন্য নিয়মিত অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন বরগুনার মাঝের চরে অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মুন্না বাহিনীর সদস্যরা। আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি করে। দু’পক্ষের গুলি বিনিময়ের পর জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ তিনটি লাশ উদ্ধার করে।  ঘটনাস্থল থেকে সাতটি বিদেশি বন্দুকসহ ৩৮ রাউন্ড গোলাবারুদ ও তিনটি ছোট ব্যাগ উদ্ধার করেছে র‌্যাব। পাথরঘাটা থানায় লাশ ও অস্ত্র হস্তান্তর করা হয়েছে।’