নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: তারানা

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমউন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালাআটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নারী  সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতাও দরকার। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সব মানুষের উন্নতি করা। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিলে মানুষের সব অধিকার রক্ষা হবে এবং নতুন নতুন অধিকার যুক্ত হবে।’

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন বাংলাদেশ ততদিন উন্নয়নের পথে এগিয়ে যাবে। নারীদের সব অধিকার বর্তমান সরকারের সময়েই রক্ষা করা হয়েছে।

অনুষ্ঠানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। খবর বাসস।