পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদজনগণের বন্ধু হিসেবে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান  জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

ডিএমপি দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশের প্রাচীনতম প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়লগ্নে বাংলাদেশ পুলিশের প্রথম ‘সশস্ত্র প্রতিরোধ’ দেশপ্রেম ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এজন্য তিনি ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের সবস্তরের সদস্যকে যুগোপযোগী প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ গঠনে এগিয়ে যাচ্ছে এ তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের এ গতিকে ত্বরান্বিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথ ভূমিকা পালন করবে- এটাই দেশবাসীর প্রত্যাশা। তিনি ডিএমপির উত্তরোত্তর সফলতা কামনা করেন। খবর বাসস।