মোহাম্মদপুর থেকে পিস্তল, গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক

আটককৃত তিনজনমোহাম্মদপুর থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে সাত মসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রুবেল হোসেন (২২), সোহাগ আলী (২৩) ও মো. সোহাগ।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফিরোজ কাওছার এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আটক রুবেলের কাছ থেকে ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আর সোহাগ আলীর কাছ থেকে ১০০ রাউন্ড এবং মো. সোহাগ কাছ থেকে ৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা গুলি ও পিস্তলফিরোজ কাওউসার জানান, অস্ত্র ব্যবসার পাশাপাশি তারা ডাকাতি ও চাঁদাবাজি করে আসছিল। তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অস্ত্র গোলাবারুদের ব্যবসা করতো। তারা দেশ এবং দেশের বাইরের উৎস থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতো। পরবর্তীতে চড়াদামে তা বিক্রি করতো।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের অন্যান্য এলাকার লাোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি,চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। এ চক্রের কিছু সদস্য এখনও পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।