পাতাঝরার দিন শেষ, এসেছে বসন্ত (ফটো স্টোরি)

ফাগুনের মোহনায়

মন মাতানো মহুয়ায়

রঙিন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়

ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়...

পাতাঝরার দিন শেষ, এসেছে বর্ণিল ঋতুরাজ বসন্ত। তার রূপ, রঙে মন হারিয়ে যাওয়ারই কথা। বসন্তকে বরণ করবে বলেই প্রকৃতি সেজে ওঠে। পাতাঝরা শীতের রুক্ষতাকে সরিয়ে গাছে গাছে দেখা যাচ্ছে নতুন পাতা। বসন্তের এ সময়ে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। প্রকৃতি ও জীবনে বর্ণচ্ছটা ছড়িয়ে দেওয়ার ঋতু বসন্ত। প্রতি বছরের মতো আজও বাসন্তী ও হলুদের বাতাবরণে বসন্তকে বরণ করে নিয়েছে তারুণ্য। বসন্তের সাজে সেজে শিশু-কিশোর, তরুণ, বয়স্ক সবাই একসঙ্গে বরণ করেন ঋতুরাজকে।  

15

বসন্ত উৎসবে এসেছিলেন বিদেশিরা

1

5

12

14

8

10

7

4

16

13

6

2

3