সংসদ অধিবেশনে বসন্তের ছোঁয়া

সংসদ অধিবেশনঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে সবাই। আজ মঙ্গলবার ফাগুনের প্রথম দিন। এদিন সংসদ অধিবেশনেও লেগেছিল বসন্তের ছোঁয়া। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাসন্তী রঙা পোশাকে দেখা গেছে সংসদ সদস্যদের।
মঙ্গলবার সংসদের বৈঠকে বাসন্তী পোশাকে সেজে এসেছিলেন প্রায় সব নারী সদস্য। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও বাসন্তী শাড়ি পড়ে অধিবেশন পরিচালনা করেন।
মাগরিবের নামাজের বিরতির আগে সংসদে উপস্থিত সরাসরি নির্বাচিত ও সংরক্ষিত আসন মিলিয়ে ৩৬ জন মহিলা সংসদ সদস্যের মধ্যে ৩৫ জনকেই দেখা গেছে বাসন্তী শাড়িতে।
তবে হাতেগোনা দুই-তিন দিন পুরুষ সংসদ সদস্যের পোশাকে বসন্তের ছোঁয়া দেখা গেছে। সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংসদ সদস্য পঙ্কজ নাথ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও হুইপ ইকবালুর রহীমসহ হাতেগোনা কয়েকজন রঙিন পাঞ্জাবি পরে অধিবেশনে যোগ দেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও পড়েছে বসন্তের প্রভাব। পুরো সচিবালয়ের প্রায় সব দফতরেই অধিকাংশ নারীকর্মীদের পরনে ছিল হলুদ পোশাক।