দ্বিতীয় মেয়াদে জাবির উপাচার্য হলেন ফারজানা ইসলাম

জাবি উপাচার্য ড. ফারজানা ইসলামজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে আরও চার বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শিক্ষা মন্ত্রণালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সচিব লায়লা আরজুমান্দ বানু নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফারজানা ইসলাম দ্বিতীয়বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে আমার কাছে এখনও কাগজপত্র আসেনি।’

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে শিক্ষামন্ত্রী টেলিফোনে আমাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে অভিনন্দন জানিয়েছেন। এসময় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাঁর পাশে ছিলেন। এছাড়া ইউজিসির চেয়ারম্যানও আমাকে ফোন করেছিলেন।’

শিগগিরই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাবে বলে জানান তিনি।

এর আগে ২০১৪ সালের ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ফারজানা ইসলাম।

ফারজানা ইসলাম ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলায়। ১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে শিক্ষকতা শুরু করেন তিনি।

পরবর্তীতে ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে যোগ দেন এবং ২০০১ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পান। নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।