বিএনপি প্রকৃত রাজনৈতিক দল নয়: মহিবুল হাসান চৌধুরী

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিএনপি কখনোই প্রকৃত রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘বিএনপি কখনোই প্রকৃত রাজনৈতিক দল নয়। সাংগঠনিকভাবে বিএনপির দুর্বলতা আছে। বিএনপি বর্তমানে যেদিকে যাচ্ছে তাতে তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর শুক্রাবাদে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘বিএনপি এখন কোন পথে?’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসময় তিনি আরও বলেন, ‘বর্তমানে যিনি কারাগারে আছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুধু অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নয়।  তাকে তো রায়ের মধ্যে দিয়ে কারাগারে রাখা হয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত নেওয়ার জন্য আন্দোলন করা কতখানি নৈতিক ও যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিএনপিও হয়ত সেটা বোঝে। তারা নিজেদের মধ্যেও এ ব্যাপারে দোদুল্যমান অবস্থায় রয়েছে। বর্তমানে তাদের নৈতিক অবস্থান খুবই দুর্বল।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ,  সাপ্তাহিক’র সম্পাদক গোলাম মোর্তোজা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল। বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ।