১৭ দিনে বইমেলায় এসেছে আড়াই হাজার নতুন বই

একুশের বইমেলা, ছবি: ফোকাস বাংলাঅমর একুশে গ্রন্থমেলায় ১৭ দিনে আড়াই হাজারেরও বেশি নতুন বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে কবিতার বই শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে উপন্যাস। তৃতীয় অবস্থানে রয়েছে ছোটগল্পের বই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে।

বইমেলায় শনিবার নতুন বই প্রকাশ পেয়েছে ২২১টি। এ নিয়ে এবারের মেলায় এখন পর্যন্ত ২ হাজার ৫৭১টি নতুন বই প্রকাশিত হলো। এর মধ্যে কবিতার বই ৭৩৯টি, উপন্যাস ৪২৮টি এবং গল্পগ্রন্থ ৩০৪টি, শিশুতোষ ২৪৫টি, গবেষণা গ্রন্থ ৬১টি, ছড়ার বই ৫৪টি, ভ্রমণ ৫৭টি, সায়েন্স ফিকশন ৩৭টি, অভিধান ৮টি, অন্যান্য বিষয়ে এসেছে ২৩১টি নতুন বই।

নতুন বই প্রকাশের বিষয়ে ভাষাসৈনিক,শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম জানান,প্রতিবছরই কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশ পায়। কথাসাহিত্যের বইও এবারের মেলায় প্রচুর এসেছে। আর কবিতার বই প্রতিবছরই নতুন লেখকদের প্রকাশ পায়। এজন্য সংখ্যটা বেশি। গল্পের বইয়ের সংখ্যাটা বড়ই সন্তোষজনক।

একুশের বইমেলা, ছবি: ফোকাস বাংলা

শনিবারের আলোচনা সভায় বাংলা একাডেমির সভাপতি ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ভাষাসৈনিকরা হচ্ছেন কীর্তিমান সন্তান। তাদেরকে নিয়ে একাডেমি এবারের মেলায় ১৬ দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলো। নতুন প্রজন্মের কাছে ভাষাসৈনিকদের পরিচয় করার জন্যে এই আয়োজন বিশেষভাবে কাজ করবে।

সভায় ‘একেএম আহসান, খান শামসুর রহমান ও মুজিবুল হক’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা। আলোচনায় অংশ নেন এম মোকাম্মেল হক ও আবদুল মমিন চৌধুরী। খবর বাসস।