২০১৪ থেকে ১৭ সাল পর্যন্ত ১৭ হাজার ধর্ষণের মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

 

ধর্ষণ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন,  ‘এই সময়ের মধ্যে দেশে নারী ও শিশু ধর্ষণ সংক্রান্ত ১৭ হাজার ২৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় ভিকটিমের সংখ্যা ১৭ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ১৩ হাজার ৮৬১ জন নারী ও তিন হাজার ৫২৮জন শিশু।’ রবিবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৪ সাল থেকে ২০১৭ সালের মধ্যে  তিন হাজার ৪৩০টি ধর্ষণ মামলার বিচার সম্পন্ন হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলায় ১৭ জনকে মৃতুদণ্ড, ৮০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৭৬জনকে বিভিন্ন মেয়াদে সাজাসহ ৬৭৩জনকে শাস্তির আওতায় আনা হয়েছে।’

সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘দেশের কারাগাগুলোয় সাজাপ্রাপ্ত কয়েদির সংখ্যা ১৫ হাজার ৯১৯জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৭৪জন ও মহিলা ৫৪৫ জন।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।