রাস্তার উন্নয়নে আখ বিক্রেতাদের কাছ থেকে কর না নিতে সংসদে বিল





সংসদ অধিবেশন (ফাইল ছবি)চিনিকলের রাস্তার উন্নয়নে আখ বিক্রেতাদের কাছ থেকে বিদ্যমান কর নেওয়ার আইন রহিত করতে সংসদে বিল তোলা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সংসদে ‘সুগার (রোড ডেভেলপমেন্ট সেস) অর্ডিন্যানস-১৯৬০‘ রহিত করতে ‘সুগার (রোড ডেভেলপমেন্ট সেস) (রহিতকরণ) বিল-২০১৮’ সংসদে তোলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে বিলটি পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
চিনিকলের আশপাশের রাস্তার উন্নয়নে আখ বিক্রেতাদের কাছ থেকে কর (সেস) নেওয়ার বিধান ১৯৬০ সালে করা হয়।আইনটি এখনও বলবৎ রয়েছে। আইনে বলা হয়েছে, ‘আখ বিক্রেতারা চিনি কলের পার্শ্ববর্তী রাস্তার উন্নয়নে প্রতি মন আখের জন্য ১২ পয়সা করে কর দেবে।’
বিলটি উত্থাপনের উদ্দেশ্য সম্পর্কে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সব অঞ্চলের যোগাযোগ, অবকাঠামো ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছে। এ প্রেক্ষাপটে আখ বিক্রেতাদের কাছ থেকে আদায় করা উপ-কর দিয়ে চিনিকল এলাকায় আখ পরিবহনের জন্য রাস্তাঘাট, সেতুর নির্মাণ, উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দরকার নেই।