ডাচ প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক নেদারল্যান্ডসে ডাচ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডেভিড ভ্যান উইক-এর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হক নেদারল্যান্ডসে ডাচ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডেভিড ভ্যান উইক-এর হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর দুই পক্ষের জন্য সুবিধাজনক সময়ে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ উদ্বোধনের জন্য ডাচ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেখ হাসিনা তার আমন্ত্রণপত্রে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে আরও ডাচ সহযোগিতার জন্য অনুরোধ করেন।

পররাষ্ট্র সচিব ডেভিড ভ্যান উইককে রোহিঙ্গা সমস্যার বিষয়টি বিস্তারিত তুলে ধরেন। এর সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ অন্যান্য ফোরামে নেদারল্যান্ডসের সহযোগিতা চাওয়া হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০১৭-১৮ মেয়াদে সদস্য হচ্ছে নেদারল্যান্ডস। আগামী মার্চে দেশটি নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভে নেদারল্যান্ডসকে ভোট দিয়েছিল বাংলাদেশ।