নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী





রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- টেলিভিশন থেকে নেওয়া)দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রতীক নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগামীতে নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে। সেই নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেক নির্বাচনে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত জনতার কাছে আওয়ামী লীগের জন্য ভোট চান।
প্রধানমন্ত্রী রাজশাহীবাসীর কাছ থেকে নৌকায় ভোট পেতে হাত তুলে ওয়াদা আদায় করে বলেন, ‘আমরা উন্নয়ন করে যাচ্ছি, সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে, মানুষ যেন খেয়ে-পরে শান্তিতে থাকে, তার জন্য আমি আপনাদের কাছে আবেদন করি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ আমাদের দিন। আপনাদের কাছে ওয়াদা চাই। আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দেবেন। আমরা দেশকে উন্নত করবো, সমৃদ্ধশালী করবো। ক্ষুধামুক্ত করবো।’
রাজশাহীর জনসভায় অংশ নেওয়া জনতার একাংশ (ছবি- টেলিভিশন থেকে নেওয়া)এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নুহ নবীর (সা.) আমল থেকে রক্ষা করেছে নৌকা। নৌকা আপনাদের মার্কা। এই নৌকায় ভোট দিয়ে মানুষ বাংলা ভাষা পেয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন না হলে আজ এত উন্নয়ন হতো না।’
তিনি বলেন, ‘রাজশাহীতে মেয়র পদে নির্বাচিত হতে না পারলেও আমরা উন্নয়ন বন্ধ করে দিইনি। উন্নয়ন প্রকল্পে টাকা আমরা দিয়েছি, তারা (বিএনপি) সেই টাকা মেরে খেয়েছে।’
রাজশাহীবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। বাংলাদেশের উন্নয়ন করতে এসেছি।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি বলে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। প্রতিরাতে কারফিউ দিয়ে তিনি গণতন্ত্র চালিয়েছেন। খুনি যুদ্ধাপরাধীদের দল করতে দেওয়াটাই হচ্ছে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র।’