৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

দুই সাংবাদিকের ওপর নির্যাতনকারী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

৪৮ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে নির্যাতনকারী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিক কামরুল হাসান ও কিরণ সেখের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে বলবো গতকাল শনিবার বিএনপি অফিসের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সমকালের রিপোর্টার কামরুল হাছান ও বাংলাদেশ জার্নালের রিপোর্টার কিরণ সেখের ওপর হামলাকারী পুলিশদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেন।  অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দোষী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে আগামী ২৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

মানববন্ধনে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।