রিয়াদে সেনাপ্রধান, সৌদি-বাংলাদেশ সামরিক সহযোগিতা বৃদ্ধির আশা

রিয়াদে সেনাপ্রধান

সৌদি আরবের রিয়াদে সশস্ত্র বাহিনী প্রদর্শনী পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময় প্রদর্শনী থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দুদেশের সামরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।







শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের রিয়াদে স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির অংশগ্রহণের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীর প্রদর্শনী শুরু হয়। গত ২৫ ফেব্রুয়ারি রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বুনায়ন প্রদর্শনীর উদ্বোধন করেন।
সৌদি আরবের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাপ্রধানকে প্রদর্শনীতে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ দুতাবাসে নিযুক্ত ডিফেন্স এট্যাঁসে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন নির্মাণকারী প্রতিষ্ঠান ও তাদেও কারিগরি প্রযুক্তি ঘুরে দেখেন। এছাড়া সৌদি সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রযুক্তি ও বাংলাদেশের সাথে বিভিন্ন বিষয়ের সহযোগিতার বিষয় পর্যবেক্ষণ করেন।