খালেদা জিয়ার জামিনাদেশ প্রমাণ করে আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়ার জামিনাদেশ প্রমাণ করে বিচার বিভাগ বা আদালতের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই। আর কোনও মামলায় সাজা হয়ে না থাকলে এখন জেল থেকে তার বের হতে কোনও সমস্যা হওয়ার কথা না।’

হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আরও বলেন, ‘এই মামলা দুদক (দুর্নীতি দমন কমিশন) করেছে, সরকার তো করেনি। কাজেই এই জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হবে কি হবে না তা দুদকের বিষয়। তবে তারা সরকারকে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে বিষয়টি অবহিত করতে পারে। জামিন আদেশের সার্টিফায়েড কপি আদালত গেটে না যাওয়া পর্যন্ত হয় তো খালেদা জিয়াকে অপেক্ষা করতে হবে।’

আরও পড়ুন- 

খালেদা জিয়ার চার মাসের জামিন


খালেদা জিয়ার মুক্তিতে আর কোনও বাধা নেই: মওদুদ