তথ্য দিতে আরও ঘণ্টাখানেক লাগবে: বিমানমন্ত্রী

বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল৭১ আরোহী নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত-নিহতদের সঠিক তথ্য পেতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ‘আমি যত দূর জানি বিমানটি রানওয়েতে নামতে পারেনি। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিমানটি একটি ফুটবল খেলার মাঠে বিধ্বস্ত হয়।’ সিভিল এভিয়েশনের একটি টিম নেপালে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে কিনা—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা আমাদের দেশে হয়নি। তদন্ত কমিটি ওদের দেশে (নেপালে) হবে। বিমানে কোনও ত্রুটি আছে কিনা, তদন্ত করলে জানা যাবে।’
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিমানমন্ত্রী শাহজাহান কামাল আরও বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি গভীরভাবে শোক জানাচ্ছি ও সমবেদনা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য, ৭১ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল খেলার মাঠে বিধ্বস্ত হয় এটি। নেপাল টাইমস-এর খবরে বলা হয়েছে, ৭৮ জনকে ধারণে সক্ষম ওই বিমানে ৪ জন ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু মরদেহও উদ্ধার করা হয়েছে। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলো অন্তত ৫০ জন নিহত হওয়ার শঙ্কা জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুইজন শিশু। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটে বাংলাদেশি আরোহী ছিলেন ৩২ জন। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন-
বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩
ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত যা জানা গেছে
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানের ভিডিও
ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৮, বহু হতাহতের শঙ্কা