নিখোঁজ বিলকিস ও তার স্বামীকে খুঁজতে কাঠমান্ডু যাবেন ভাই

বিলকিস বানু ও হাসান ইমামনেপালে বেড়ানোর উদ্দেশ্যে গত ১০ মার্চ রাজশাহী থেকে ঢাকার আসেন ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব হাসান ইমাম, তার স্ত্রী এইচএন বিলকিস বানু ও বন্ধু ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। আজ সোমবার (১২ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের ওই বিমানে করে রওনা হন তারা। তবে কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের পর তাদের কোনও খোঁজ পাচ্ছেন না স্বজনরা।

রাজধানীর বারিধারায় ইউএস বাংলা’র অফিসে এসে বিলকিস বানুর বোন মজিদা আক্তার বিথি জানান, বোন-দুলাভাইয়ের কোনও খোঁজ পাচ্ছেন না তারা। মজিদা আক্তার বলেন, ‘আমার বোন-দুলাভাই রাজশাহীতে থাকেন। নেপাল যাচ্ছিলেন বেড়াতে। আমরা তাদের কারও কোনও খোঁজ পাচ্ছি না। আগামীকাল আমাদের বড় ভাই নেপাল যাবেন। তাদেরকে খুঁজে বের করতে দ্রুত ব্যবস্থা নেবেন।’

তিনি আরও বলেন, ‘তিন বছর আগে আমার দুলাভাই অবসরে গেছেন। তিনি নগরীর শিরোইল মসজিদ এলাকায় বসবাস করতেন। আর তার বন্ধু নজরুল ইসলাম উপশহরে বসবাস করতেন। হাসান ইমামের দুই ছেলে কাইসার ইমাম ও তৌকির ইমাম দুইজনই কানাডা প্রবাসী। আমাদের আত্মীয়-স্বজন সবাই আপা-দুলাভাইয়ের অপেক্ষায় উদ্বিগ্ন রয়েছি।’

বিলকিসের ভাই বরেন্দ্র কলেজের অধ্যক্ষ আলমগীর মোহাম্মদ আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আমার বড় ভাই এইচএন আব্দুল মতিন ইউএস বাংলা বিমানে তুলে দিয়েছিলেন আপা-দুলাভাইকে। এরপর থেকে তাদের কোনও খোঁজ নেই। এমনকি নেপালে যেসব হাসপাতালে যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানেও খোঁজ নেওয়া হচ্ছে। নেপালের একজন পরিচিতদের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু তিনি এখন পর্যন্ত কোন তথ্য দিতে পারেননি।’

আরও পড়ুন-

বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

তথ্য দিতে আরও ঘণ্টাখানেক লাগবে: বিমানমন্ত্রী

বিধ্বস্ত বিমানের সব যাত্রী বীমা সুবিধা পাবেন: ত্রাণমন্ত্রী

বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩

নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বেঁচে যাওয়া নেপালি

সংবাদ সম্মেলনে যা জানালো ইউএস বাংলা এয়ারলাইন্স

চিকিৎসকদের দল পাঠানো হবে নেপালে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত যা জানা গেছে
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানের ভিডিও

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন রাগীব রাবেয়া মেডিক্যালের ১৩ শিক্ষার্থী
বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের তথ্য পেতে ইউএস বাংলার হটলাইন

কাঠমান্ডু যাচ্ছেন ইউএস বাংলা ও সিভিল এভিয়েশেনের কর্মকর্তারা

অবতরণের আগে কন্ট্রোল রুম থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল: ইউএস বাংলার সিইও