১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার

দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল

ইউএস-বাংলা এয়ারলাইনসের যে বিমানটি নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে সেটি থেকে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নেপালের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস  বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-২১১ মডেলের ফ্লাইটটি বিধ্বস্ত হয়।

ইউ-এস বাংলা এয়ারলাইন্স নিশ্চিত করেছে,৭৮ জন ধারণে সক্ষম ওই বিমানে ৪ জন ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৮ জন নারী ও দুটি শিশু ছিল। বিমানের আরোহীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি এবং ৩৩ জন নেপালি।

বিমানের যাত্রীদের একজন করে আত্মীয় নেপালে নিয়ে যাবে ইউ-এস বাংলা:
নেপালে গিয়ে নিকটাত্মীয়দের খোঁজখবর সংগ্রহ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ইউ-এস বাংলা এয়ারলাইনস। সংস্থাটির যে ফ্লাইটটি নেপালে দুর্ঘটনা কবলিত হয়েছে সে ফ্লাইটের যাত্রীদের একজন করে আত্মীয়কে মঙ্গলবার নেপাল নিয়ে যাবে এয়ারলাইন্সটি। এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারলাইন্সটির জিএম কামরুল ইসলাম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা যাত্রীদের আত্মীয়দের অনুরোধ করছি যেন তারা রাতের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ইউ-এস বাংলা এয়ারলাইনসের হটলাইন ০১৭৭৭৭৭৭৭৬৬।