বিমান বিধ্বস্তের ঘটনায় ইউএস-বাংলার তদন্ত কমিটি

 

SUনেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীরশোক, দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একইসঙ্গে সংস্থাটির পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে একটি নিজস্ব তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো  ইউএস-বাংলার জিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম স্বক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোমবার  (১২ মার্চ) বাংলাদেশ সময় বেলা ২টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের  কানাডার তৈরি ড্যাশ-৮-কিউ৪০০ বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।   

ইউএস-বাংলা কর্তৃপক্ষ দ্রুত হতাহত যাত্রীদের ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।