দেশে ফিরেছেন রুবায়াৎ, নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালে

ঢামেক হাসপাতালে আহত রুবায়েত (ছবি-সাজ্জাদ হোসেইন)

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত রুবায়াতকে দেশে আনা হয়েছে। আজ শনিবার (১৭ মার্চ) বেলা ৩টা ৫ মিনিটে রুবায়াতকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-০৭২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দর থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে রওনা দেয়। বেলা ৪টার দিকে রুবায়েতকে নিয়ে ঢামেক হাসপাতালে পৌঁছায় অ্যাম্বুলেন্স।

ঢামেক হাসপাতালে রুবায়েত (ছবি-সাজ্জাদ হোসেইন) 

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, রুবায়াতের চিকিৎসার সব খরচ ইউএস-বাংলা কর্তৃপক্ষ বহন করবে। 

উল্লেখ্য, উল্লেখ্য, গত সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ যাত্রী নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি। আহত ১০ জনের মধ্যে চার জনকে এর আগে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

এ সংক্রান্ত সংবাদ: 

নেপালে বিমান বিধ্বস্তে আহত রুবায়াৎকে আজ দেশে আনা হচ্ছে

বিমান বিধ্বস্তে নিহত বাংলাদেশিসহ ২২ জনের মরদেহ শনাক্ত