পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা

জনপ্রশাসন মন্ত্রণালয়পুলিশের সাবেক অতিরিক্ত মহা-পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি তার চুক্তির মেয়াদ শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬ (২) ধারা অনুযায়ী নব বিক্রম কিশোর ত্রিপুরাকে চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১ মার্চ ২০১৮ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ নজরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এ চুক্তিভিত্তিক নিযোগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।