বৃহস্পতিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

আগামী ২২ মার্চ  থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। সোমবার  দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম এসব তথ্য জানান।

মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম বলেন,‘দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বিকাশে সহায়তার লক্ষ্য নিয়ে ১৫ বছর পূর্বে আমরা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। বিগত বছরগুলোতে পর্যটন ক্ষেত্রে বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে; যাতে আমরা কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি বলে মনে করি। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনের প্রারম্ভে কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উপস্থিত সকলে ১ মিনিট নীরবতা পালন করেন। মরহুমদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়। মেলা চলাকালীন ২৪ মার্চ সোনারগাঁও হোটেলে ‘নৌ পর্যটনে বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৮টি প্রতিষ্ঠান ৫টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন সংস্থা, নেপাল ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড, শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর মতো ৫টি জাতীয় পর্যটন সংস্থা অংশগ্রহণ করবে।

এদিকে ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ব্যাংকক, সিংগাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কোলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসের রির্টান টিকেটে ২০ শতাংশ ছাড় দেবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. মো. নাসির উদ্দীন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আতিক রহমান চিশতি।