নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ক্ষতির মুখে পড়বে আবাসন খাত: রিহ্যাব

প্রেস ক্লাবে রিহ্যাবের সংবাদ সম্মেলনরড, সিমেন্ট, ইটসহ অন্যান্য নির্মাণ সামগ্রীর মূল্য বেড়ে যাওয়ায় দেশের আবাসন খাত আবারও বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা এ আশঙ্কা জানিয়ে বলেন, দীর্ঘদিনের মন্দা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও অস্থির অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে নির্মাণ শিল্প।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। গত এক বছরে রড ও সিমেন্টের দাম বাড়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, নির্মাণ খাতের প্রধান উপকরণ রড ও সিমেন্ট দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। গত এক বছরে রডের দাম বেড়েছে প্রায় ২৩ শতাংশ। একইভাবে সিমেন্টের প্রতিবস্তায় দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। নির্মাণ উপকরণের এই বাড়তি দামের কারণে যথাসময়ে ফ্ল্যাট হস্তান্তর অনিশ্চয়তার মুখে পড়বে বলেও শঙ্কার কথা জানান আলমগীর শামসুল আলামিন।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন) বলেন, নির্মাণ সামগ্রীর পাশাপাশি ব্যাংকে গৃহঋণের সুদের হার বাড়ায় এখন আবাসন খাত আরও ঝুঁকির মুখে পড়ছে। এই খাত আবারও গতিহীন অবস্থায় গিয়ে পড়বে। রড সিমেন্টের মূল্যবৃদ্ধি শুধু আবাসন খাতকেই ক্ষতিগ্রস্ত করবে না, এর সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যয়ও বাড়াবে, উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করবে। আবাসন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রড, সিমেন্ট, পাথরসহ বিভিন্ন সমিতির সবার সঙ্গে মতবিনিময় করে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধান বের করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রয়োজনে রড সিমেন্ট তৈরির কাঁচামালের ওপর কর কমানোর জন্যও সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাব সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া, রিহ্যাব পরিচালক কামাল মাহমুদ, নাইমুল হাসান, শাকিল কামাল চৌধুরী, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, এস এম জাহিদুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রকৌশলী মো. মহিউদ্দিন সিকদার প্রমুখ।
আরও পড়ুন-
মশা মারতে ড্রেনে ছাড়া হলো গাপ্পি মাছ
আমার সন্তান নেই, সন্তানের বিচারও নেই: তনুর মা