সংসদের ২০তম অধিবেশন শুরু ৮ এপ্রিল

জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৮ এপ্রিল শুরু হবে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে বুধবার এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন)সংসদ অধিবেশন শুরুর দিনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আসন্ন এ অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংবিধান মতে, সংসদের দুই অধিবেশনের মধ্যকার বিরতি ৬০দিনের বেশি হবে না। সংসদের সর্বশেষ ১৯তম অধিবেশন গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। আসন্ন অধিবেশন সামান্য কয়েকদিন চলার পর জুন মাসের শুরুতে অনুষ্ঠিত হবে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট অধিবেশন।