নেপাল থেকে ৩ মরদেহ দেশে আসছে আজ

নেপালে বাংলাদেশ দূতাবাসে নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের জানাজানেপালে বিমান দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, আলিফুজ্জামান ও পিয়াস রায়ের মরদেহ দেশে আসছে আজ বৃহস্পতিবার (২২ মার্চ)। এরই মধ্যে মরদেহ তিনটি বুঝিয়ে দেওয়া হয়েছে নেপালে বাংলাদেশি দূতাবাসে। সেখানে নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের জানাজাও সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ দুপুর ৩টার দিকে ওই তিন মরদেহ দেশে পৌঁছাবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ইউএস-বাংলার গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।
এর আগে, নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত যে তিন বাংলাদেশির মরদেহ কাঠমান্ডুতে ছিল, তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
নেপাল দূতাবাসে রাখা নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের মরদেহ বহনকারী কফিনবুধবার রাষ্ট্রদূত মাশফি বলেন, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ শেষ হয়েছে। এখন আর তাদের লাশ দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই। এ ব্যাপারে ইউএস-বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেওয়ার বিষয়ে কাজ করছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন, যার মধ্যে ২৬ জন বাংলাদেশি।
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, আলিফুজ্জামান ও পিয়াস রায়নিহতদের শনাক্ত করার প্রক্রিয়া শেষে গত সোমবার (১৯ মার্চ) ২৩ জনের মরদেহ দেশে নিয়ে আসা হয়। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে নিয়ে আসা হয় মরদেহগুলো। পরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় নিহতদের কফিনে ফুল দিয়ে। উপস্থিত থেকে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
নেপালের ওই দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজন ভর্তি আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। বাকি তিনজনের মধ্যে একজন চিকিৎসাধীন দিল্লিতে, দু’জন সিঙ্গাপুরে।