নিবন্ধন চাওয়া ৫৬ রাজনৈতিক দলকে ইসির চিঠি

 

নির্বাচন ভবননির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদনকারী ৫৬টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছ ইসি। এসব দলকে নিবন্ধনের শর্ত পূরণের ঘাটতি ও ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিতে এই চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, প্রাথমিক বাছাইয়ে থাকা ৫৬টি রাজনৈতিক দলকে রেখে বাকিগুলোকে বাতিল ঘোষণা করা হয়। তবে ৫৬টি দলেও তথ্য-উপাত্ততে ঘাটতি রয়েছে। যার কারণে আইন অনুযায়ী এই চিঠি দেওয়া হয়। আগামী ১৫দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। কমিশনের কর্মকর্তারা জানান, দল নিবন্ধনে যাচাই-বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোন দলের কী ত্রুটি আছে, তা চিহ্নিত করেছেন। যেসব দল চিঠির জবাব দেবে, সেগুলোর কার্যালয়সহ আরপিওর শর্ত অনুযায়ী অন্যান্য তথ্য যাচাই করে নিবন্ধনের জন্যে কমিশনের কাছে সুপারিশ করা হবে। পরে এসব দলের নিবন্ধন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ইসি নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। আবেদনের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে ইসির নিবন্ধনে ৪০টি রাজনৈতিক দল রয়েছে। সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।