গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান কোটা পদ্ধতি বাতিলের কথা জানিয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্ত জানাবেন। এ প্রসঙ্গে রাজু ভাস্কর্যের পাদদেশে বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক সাংবাদিকদের বলেন, ‘সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আজ রাতে আমরা ভালোভাবে শুনবো। বিচার-বিশ্লেষণ করবো। তার বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য, সেটা বিশ্লেষণ করে আগামীকাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত জানাবো। আজকের মতো কর্মসূচি এখানেই সমাপ্ত।’
আন্দোলনকারী শিক্ষার্থী সবাইকে কাল সকাল ১০টায় আসার আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম আহ্বায়ক।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। আমাদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৈঠকে বসেছেন। তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন।’
বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো।’