ব্যাগ নিয়ে রমনায় প্রবেশ নিষিদ্ধ

নারীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছেবাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রমনা বটমূলে চলছে বর্ষবরণ উৎসব। উৎসবে আগতদের নিরাপত্তার স্বার্থে রমনাতে ব্যাগ নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না ঢাকা মহানগর পুলিশ। তবে নারীদের ব্যাগ নিতে দেওয়া হচ্ছে।

পুরুষদের তল্লাশি করা হচ্ছেআজ (১৪ এপ্রিল) ভোর ঠিক সোয়া ৬টা থেকে অনুষ্ঠান শুরু হযেছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য-বিশ্বায়নের বাস্তবতায় শিকড়ের সন্ধান।

সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি আইনশৃঙ্খলা বাহিনীরডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থে ব্যাগ নিয়ে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দীতে প্রবেশ করা যাবে না।’

রমনা লেকে জেটস্কিতে করে টহল দিচ্ছে র‍্যাব, পুলিশ সরেজমিনে ঘুরে দেখা গেছে, রমনায় প্রবেশের সবকটি মুখে পুলিশের তল্লাশি।

30546465_10208767757551024_1097219202_oএদিকে, রমনা বটমূলকে ঘিরে জড়ো হলো অগুনতি সংস্কৃতিপ্রাণ মানুষ। ছায়ানটের শিল্পী-কর্মীদের জন্য বটমূল সংলগ্ন সামান্য জায়গা ছাড়া প্রায় গোটা প্রাঙ্গণই উন্মুক্ত রয়েছে সবার জন্য। বটমূলের বর্ষবরণ আয়োজন সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।