আরও ৪ লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাবেন

বয়স্ক ভাতা, ফাইল ছবিসামাজিক নিরাপত্তা খাতের আওতায় আরও চার লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাবেন। এ নিয়ে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দাঁড়াবে ৩৯ লাখে। বর্তমানে ৩৫ লাখ ব্যক্তিকে বছরে ২ হাজার ১০০ কোটি টাকা বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আলী নূর এ কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী অর্থবছরে বয়স্ক ভাতার সংখ্যা আরও কমপক্ষে ৪ লাখ বাড়ানো হতে পারে। প্রতি মাসে ৫০০ টাকা হারে এই ভাতা দেওয়া হয়। বয়স্ক ভাতা কর্মসূচি দেশের ৬৮ হাজার গ্রামের সিনিয়র সিটিজেনের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। তাদের স্বাস্থ্য নিরাপত্তায় এই ভাতা বেশ উপকারে আসে।

তিনি বলেন, বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি এবং চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধি করে তাদের মনোবল জোরদার করতে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এই জন্য সরকারের জাতীয়, জেলা, মহানগর, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কমিটি রয়েছে। এই কমিটি বয়স্কদের মনোনয়ন করে ভাতা প্রদানের সুপারিশ করে থাকে। তারা ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা উত্তোলন করে থাকেন। খবর বাসস।