সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ডিএমপি কার্যালয়ের সামনে মানববন্ধন

পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন

দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। 

মঙ্গলবার দুপুর ১২টার থেকে শুরু করে ১২টা ১৫ মিনিট পর্যন্ত  এই মানববন্ধন চলে। সাধারণ সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় ডিএমপি কমিশনার প্রতিনিধি দলকে বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন।

তিনি আরও বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার নয়াপল্টন এলাকায় বিএনপির মিছিলের সংবাদ সংগ্রহের সময় বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরাপারসন মানিক নির্যাতনের শিকার হন। এতে নেতৃত্ব দেন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন ও তার বাহিনী। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেন ও স্মারকলিপি দেওয়া হয়।