মিয়ানমার সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইইউ

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা)

মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের মধ্যে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইউরোপিয়ান ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তে বলা হয়েছে— যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, এই ঘটনার তদন্তে বাধা দিচ্ছে এবং দুঃস্থদের মধ্যে মানবিক সাহায্য প্রদানে বাধা দিচ্ছে, তাদের ওপর সম্পদ বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে সব সময় প্রতিবাদ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। সংস্থাটি মিয়ানমার সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি এবং প্রশিক্ষণ প্রদান বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট থেকে এপর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।